Thursday 23 June 2016

মাকালফল যাত্রা হল শুরু

মাকালফল কজন দেখেছেন জানিনা।সত্যি কথা বলতে কি আমিও দেখিনি। গুগলে সার্চ  দিয়েও উল্লেখযোগ্য কিছু পাইনি। তবে বিভূতিভূষণ এর পথের পাঁচালী পড়ার সময় নামটা পেয়েছিলাম।  আম অাঁটির ভেঁপু তেই তো ছিল।তারপর  বিভূতিভূষণ এর অদ্ভুত জীবন্ত  বর্ণনাকৌশলেই আকৃষ্ট হয়ে বোধহয় ফলটার না হোক শব্দটার ভালোলাগায় পড়ে যাই। কি সুন্দর নাম না? শুনলেই কেমন লাল লাল নরম নরম জিনিসের কথা মনে হয়।তবে ওই বইতেই জানা যায় অন্য অর্থ এ মাকালফল টা আবার একটু ডেঞ্জারাস গালাগালিও বটে। যেমন এখন ভয়ংকর অশ্রাব্য সব গালাগালির চেয়ে  কেউ অশিক্ষিত বললে বেশি গায়ে (এতে সাধারন মানুষকে শিক্ষিত করার জন্য সরকারের অমানুষিক প্রচেষ্টাকেই অবমাননা করা হয়) লাগে তেমনি মাকালফল মানেও হচ্ছে দেখতে সুন্দর কিন্তু ভোদাইমারকা অকর্মার ধাড়ি ছেলে যেমনকিনা উপন্যাসের কয়েকটা চরিত্রের মতে অপু।আমার তো বাংলাসাহিত্যের বেশিরভাগ পুরুষ চরিত্রকেই মাকালফল লাগে। যেমন লাগে পুরোন বাংলা সিনেমার নায়কদের। কারো sofTকর্নার থাকলে কিছু মনে করবেন না।
যাইহোক এবার ব্লগের নাম মাকালফল কেন? কারন কি নাম দেব ভাবতে ভাবতে এটাই মাথায় চলে এল। তবে নামটা ব্লগলেখকের চরিত্র নির্দেশক বা চরিত্রের পরিচায়ক এমন কিছু ভাববেন না দয়া করে। মাকালফল আসলে যাকে বলে অ্যাব্রিভিয়েশন।  Mad about Creation Art Love Film and Literature। হ্যাঁ
যাকে বলে সব মিলিয়ে ঘন্ট পাকিয়ে জগাখিচুড়ি।  তো আমি বলবো শিল্পসাহিত্য ব্যাপারটাই তো জগাখিচুড়ী। তাই না? গল্প,প্রবন্ধ, উপন্যাস,গান, সিনেমা সবকিছুর ভালোত্ব নির্ভর করছে খিচুড়িটা রান্না কেমন হল তার উপর। নুন বেশি কম না মশলা ঠিকঠাক। এটাই তো গালভরা ভাষায় ইন্টারটেক্সুয়ালিটি। Original আর কোথায় সবই তো মিশ্রণ।
শিল্পসাহিত্য যারা ভালোবাসেন তারা পড়বেন এই আশাতেই এই ব্লগ। অজস্র ব্লগের মাঝে আমারও একটি রইলো।
এই আর কি!